Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেনস চার্টার (নুতন)

১. ভিশন ও মিশন

 ভিশন :

-     মানসম্পন্ন কৃষি উপকরণ যোগান ও দক্ষ সেচ ব্যবস্থাপনা

মিশন :

-     উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে       মানসম্পন্ন সার সারবরাহ করা।

২. সেবা প্রদান প্রতিশ্রুতি

২.১) নাগরিক সেবা

ক্র:নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রাদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

বিএডিসি’র বীজ ডিলার হিসেবে নিবন্ধন প্রদান

ক) নির্ধারিত ফর্মে আবেদন প্রাপ্তি।

খ) আবেদন যাচাই বাছাই।

গ) কমিটির সুপারিশ

ঘ)  লাইসেন্স প্রদান

ক) নির্ধারিত  ফরমে আবেদন।

খ) সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজের ছবি

গ) হালনাগাদ ট্রেড লাইসেন্স এর সত্যায়িত কপি

ঘ) ব্যাংক স্বচ্ছলতার সার্টিফিকেট

ঙ) বনিক সমিতির সনদপত্র (যদি থাকে)

চ) দোকান/গুদামের মালিকানা বা  ভাড়ার  স্বপক্ষে কাগজপত্রাদি

ছ) সংশ্লিষ্ট  উপ-পরিচালক (বীজ বিপনন) দপ্তর ।

ক) আবেদন ফরম মূল্য-২০০/- টাকা।

খ) লাইসেন্স ফি- ৫০০০.০০ (পাঁচ হাজার) টাকা।

১৫ (পনের) কার্য দিবস

সংশ্লিষ্ট যুগ্ম/উপ-পরিচালক

(বীজ বিপনন) দপ্তর , বিএডিসি

২.

কৃষক পর্যায়ে বীজ বিক্রয়

সরাসরি জেলা/উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে।

-

সরকার নির্ধারিত মূল্য

সংযুক্তিঃ

        

তাৎক্ষনিক

সংশ্লিষ্ট  বিক্রয় কেন্দ্র, বিএডিসি

৩.

বীজ ক্লিনিং-গ্রেডিং, বীজ ড্রাইং,বীজ ফিউমিগেশন (পোকা মুক্ত করণ)

(বীপ্রকে/বীউকে/এফএসসি), বিএডিসি দপ্তর হতে সরাসরি সেবা প্রদান।

-

সরকার নির্ধারিত মূল্য

তাৎক্ষনিক

সংশ্লিষ্ট যুগ্ম/উপ/সিনি: সহ:পরিচালক(বীপ্রকে/বীউকে/ এফএসসি), বিএডিসি

৪.

বীজ সংরক্ষণ (সাধারণ সংরক্ষণাগার), বীজ সংরক্ষণ (ডি-হিউমিডি ফাইড সংরক্ষণাগার)

ক) আবেদন প্রাপ্তি

খ) (বীপ্রকে/বীউকে/ এফএসসি),বিএডিসি দপ্তর হতে সরাসরি সেবা প্রদান।

আবেদনপত্র

সরকার নির্ধারিত মূল্য

১৫ (পনের) কার্যদিবস

সংশ্লিষ্ট যুগ্ম/উপ/সিনি: সহ:পরিচালক(বীপ্রকে/বীউকে/ এফএসসি), বিএডিসি

৫.

বীজের আর্দ্রতা, বীজের বিশুদ্ধতা ও বীজের অংকুরোদগম পরীক্ষা

সংশ্লিষ্ট যুগ্ম/উপ/সিনি: সহ:পরিচালক(বীপ্রকে/বীউকে/এফএসসি),বিএডিসি দপ্তরে কৃষক/ডিলার কর্তৃক বীজ নিয়ে এসে সরাসরি সেবা গ্রহণ।

-

সরকার নির্ধারিত মূল্য

তাৎক্ষনিক

সংশ্লিষ্ট যুগ্ম/উপ/সিনি: সহ:পরিচালক(বীপ্রকে/বীউকে/ এফএসসি), বিএডিসি

৬.

বীজ প্যাকিং সেবা (বীজ ভর্তি, ওজন করণ ও সেলাই করণ)

সংশ্লিষ্ট যুগ্ম/উপ/সিনি: সহ:পরিচালক(বীপ্রকে/বীউকে/এফএসসি), বিএডিসি দপ্তরে কৃষক/ডিলার কর্তৃক বীজ নিয়ে এসে সরাসরি সেবা গ্রহণ।

-

সরকার নির্ধারিত মূল্য

তাৎক্ষনিক

সংশ্লিষ্ট যুগ্ম/উপ/সিনি: সহ:পরিচালক(বীপ্রকে/বীউকে/ এফএসসি), বিএডিসি

৭.

ফল, সবজি, চারা, কলম ও উদ্যান ফসলের বিতরণ

সংশ্লিষ্ট যুগ্ম/উপপরিচালক (উদ্যান/এএসসি) দপ্তরের বিক্রয় কেন্দ্র হতে সরাসরি।

-